মুমিনদের জন্য শিক্ষা হচ্ছে!!
মু.মেসবাহ উদ্দিন
১. ঈমানের দাবিতে সত্যবাদিতার প্রমাণ দিয়ে মহা পুরস্কার পেতে হলে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে হবে।
২. আখেরাতের সুখ-শান্তি পেতে হলে আল্লাহর পথে লড়াই করতে হবে।
৩. এ লড়াই হতে হবে শুধুমাত্র-
ক) আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে;
খ) আল্লাহর বাণী সর্বোচ্চে তুলে ধরার উদ্দেশ্যে;
গ) গোটা জীবনের উপরে আল্লাহর বিধানকে কর্তৃত্ব করার ক্ষমতা দানের উদ্দেশ্যে;
ঘ) মানবসমাজে আল্লাহর বিধান মোতাবেক ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
৪. নিশ্চিত বিশ্বাসী হতে হবে এ লড়াইয়ে নিহত হলে শহীদ, বিজয়ী হলে গাজি। উভয়টাই আল্লাহর অনুগ্রহ, আর আল্লাহর অনুগ্রহ মানেই মহা পুরস্কার। (জান্নাতুল ফেরদাউস)
৫. মজলুম, অসহায় নারী-পুরুষ, শিশুদের জাহেলিয়াতের নাগপাশ থেকে মুক্ত করার দৃষ্টিভঙ্গি তীব্র করতে হবে, যে দৃষ্টিভঙ্গি সার্বক্ষণিক জেহাদের প্রেরণা জোগাবে।
৬. তাগুত তথা শয়তানি শক্তির বিশাল প্রস্তুতি ও রকমারি কলাকৌশল দেখেও ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না, কারণ শয়তানের কৌশল খুবই দুর্বল।
৭. নিশ্চিত বিশ্বাসী হতে হবে, যাদের বিরুদ্ধে সংগ্রাম তাদের অভিভাবক শয়তান আর ঈমানদারদের অভিভাবক আল্লাহ।
উপরোক্ত শিক্ষার আলোকে আমরা যেন সার্বক্ষণিক আল্লাহর রাস্তায় জিহাদে মশগুল থাকতে পারি এবং জান্নাতের পথের যাত্রী হিসেবে সব সময় আল্লাহর পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন।
মু.মেসবাহ উদ্দিন
১. ঈমানের দাবিতে সত্যবাদিতার প্রমাণ দিয়ে মহা পুরস্কার পেতে হলে আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে হবে।
২. আখেরাতের সুখ-শান্তি পেতে হলে আল্লাহর পথে লড়াই করতে হবে।
৩. এ লড়াই হতে হবে শুধুমাত্র-
ক) আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে;
খ) আল্লাহর বাণী সর্বোচ্চে তুলে ধরার উদ্দেশ্যে;
গ) গোটা জীবনের উপরে আল্লাহর বিধানকে কর্তৃত্ব করার ক্ষমতা দানের উদ্দেশ্যে;
ঘ) মানবসমাজে আল্লাহর বিধান মোতাবেক ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
৪. নিশ্চিত বিশ্বাসী হতে হবে এ লড়াইয়ে নিহত হলে শহীদ, বিজয়ী হলে গাজি। উভয়টাই আল্লাহর অনুগ্রহ, আর আল্লাহর অনুগ্রহ মানেই মহা পুরস্কার। (জান্নাতুল ফেরদাউস)
৫. মজলুম, অসহায় নারী-পুরুষ, শিশুদের জাহেলিয়াতের নাগপাশ থেকে মুক্ত করার দৃষ্টিভঙ্গি তীব্র করতে হবে, যে দৃষ্টিভঙ্গি সার্বক্ষণিক জেহাদের প্রেরণা জোগাবে।
৬. তাগুত তথা শয়তানি শক্তির বিশাল প্রস্তুতি ও রকমারি কলাকৌশল দেখেও ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না, কারণ শয়তানের কৌশল খুবই দুর্বল।
৭. নিশ্চিত বিশ্বাসী হতে হবে, যাদের বিরুদ্ধে সংগ্রাম তাদের অভিভাবক শয়তান আর ঈমানদারদের অভিভাবক আল্লাহ।
উপরোক্ত শিক্ষার আলোকে আমরা যেন সার্বক্ষণিক আল্লাহর রাস্তায় জিহাদে মশগুল থাকতে পারি এবং জান্নাতের পথের যাত্রী হিসেবে সব সময় আল্লাহর পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন।
মুমিনদের জন্য শিক্ষা-Pencil71
Reviewed by pencil71
on
August 29, 2018
Rating:
Reviewed by pencil71
on
August 29, 2018
Rating:

No comments: