Technology

test

একটি স্বাধীন রাষ্ট্র বা প্রজাতেন্ত্রর অন্যতম স্বতন্ত্র অঙ্গ হচ্ছে নির্বাচন কমিশন- মাওলানা কামরুল ইসলাম আনসারী, Pencil71


বিশেষ করে জাতীয় নির্বাচন পূর্ববর্তী কালে নির্বাচন কমিশনের হওয়া উচিত স্বাধীন, সুস্থ সবল, সক্রিয় ও নিরপেক্ষ। তাঁরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতীকে উপহার দেয়ার লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী যে ধরনের পরিবেশ পরিস্থিতি প্রয়োজন তার সবটাই করবেন।

কিন্তু গন প্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন খুদ্র নাগরিক হিসেবে জ্ঞান বুদ্ধি বিবেক হওয়ার পর থেকে দেখে আসছি নির্বাচন কমিশনে যখন যারাই কর্মকর্তা কর্মচারী নিযুক্ত, নির্বাচিত বা নির্ধারিত হন সামগ্রিক ভাবে কেন যেন তারা দলীয় চিন্তা ধারা মন মানসিকতার উদ্ধে উঠতে পারেন  না।

আমি জানি আমরা কেউ শতভাগ নির্দলীয় নিরপেক্ষ নই ! হয়তো হওয়া সম্ভবও নয়, তার পরেও নির্বাচন কমিশনে নিযুক্ত হওয়ার পর ওনারা যদি রাষ্ট্রের ও জনগণের নিয়োগ প্রাপ্ত সেবক মনে করে কাজ করেন তা হলে বিবেকের তাড়নায় কিছুটা হলে ভালো নিরপেক্ষ স্বচ্ছ কাজ তারা করতে পারেন।

কিন্তু দেশ ও জাতির জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দলীয় সরকার গুলো তাদের পদ লোহনকারী তাঁবেদার কিছু কর্মকর্তা বা সামাজিক ব্যক্তি বর্গদের নির্বাচন কমিশনে নিযুক্ত করেন যারা বেহায়া বেশরম ও বিবেক বর্জিত ব্যক্তিদের মতো আচার আচরণ করেন ।

গত উপজেলা নির্বাচনের কথা বলি, সমগ্র জাতির স্থানীয় সরকার পর্যায়ের একটি নির্বাচন আর তখন প্রধান নির্বাচন কমিশনার লম্বা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন !!

রাষ্ট্রের কাছে জনগণের কাছে নূন্যতম জবাবদিহিতা থাকলে একজন প্রধান নির্বাচন কমিশনার এভাবে উধাও হয়ে যেতে পারেন ? আবার বেহায়া বেশরম নির্লজ্জের মতো বলতে পারলেন দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে !!!

যাক ফিরে আসি বর্তমান কমিশনের কথায়, শুনলাম বর্তমান নির্বাচন কমিশনের কর্ণধারেরা সোসাল মিডিয়া মনিটরিং(নিয়ন্ত্রণ) করতে চান ! দলবাজি ও দল প্রীতি থেকে আগে আপনারা মুক্ত হন, তা হলে কোন কিছুই মনিটরিং বা নিয়ন্ত্রণ করতে হবে না, আমি নিশ্চিত ।

আপনারা আপনাদের কথা ও কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করুন। প্রজাতেন্ত্রর সাধারণ জনগণের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি করুন যাতে জনগণ মনে করতে পারে আপনারা সত্যি সত্যি জাতিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ জবাবদিহি মূলক নির্বাচন উপহার দিতে চাচ্ছেন ।

#ইসলামী চিন্তাবিদ
হযরত মাওলানা কামরুল ইসলাম সাইয়েদ আনসারী,পীরজাদা-টেকেরহাট

একটি স্বাধীন রাষ্ট্র বা প্রজাতেন্ত্রর অন্যতম স্বতন্ত্র অঙ্গ হচ্ছে নির্বাচন কমিশন- মাওলানা কামরুল ইসলাম আনসারী, Pencil71 একটি স্বাধীন রাষ্ট্র বা প্রজাতেন্ত্রর অন্যতম স্বতন্ত্র অঙ্গ হচ্ছে নির্বাচন কমিশন-  মাওলানা কামরুল ইসলাম আনসারী, Pencil71 Reviewed by pencil71 on December 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.