Technology

test

কালকিনিতে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর-Pencil71


সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর কালকিনি উপজেলার শিকারমঙ্গল  ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে প্রতিপক্ষরা। তবে বিএনপির দাবি আ’লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলার ঘটনার সাথে জরিত। আজ শনিবার সন্ধায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা ছাত্রদলের নেতারা অভিযোগ করে বলেন, আমরা মিয়ারহাট বাজারে বিএনপির নির্বাচনি কার্যালয় আজ বিকেলে উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফজলুলহক বেপারী এসে উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে তিনি চলে যাওয়ার পরেই ইউপি চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল আলম মৃধার নির্দেশে সিফাত মৃধা,আসাদ মৃধা,রাজিব সরদার,চানমিয়া ফকির,রাহাত মৃধা এসে কার্যালয়ে হামলা ও  ভাংচুর করে চলে যায়। এ ব্যাপারে কালকিনি থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন ও  থানার সেকেন্ড অফিসার ওয়াদুদ মিয়া জানান,ভাংচুরের কোন ঘটনা ঘটেনি বাহিরে মরিচ বাতি জালানো ছিল তা খুলে রেখে দিয়েছে অফিস ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল আলম মৃধা বলেন আমার নির্দেশে বি এন পির কোন অফিস ভাংচুর হয়নি যারা অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট।
বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমাদের নির্বাচনী দলীয় কার্যালয় ভাংচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীরা ওখানে আতঙ্কের মধ্যে রয়েছে।








কালকিনিতে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর-Pencil71 কালকিনিতে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুর-Pencil71 Reviewed by pencil71 on December 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.