Technology

test

তুমি তাই করতে পারো যা একজন পুরুষ পারে-Pencil71



নারীবাদ আমাকে শিক্ষা দেয়, "তুমি তাই করতে পারো যা একজন পুরুষ পারে।

আমি ধিক্কার জানাই তাদেরকে যারা আমাকে বুঝান, "প্রকাশ্যে সিগারেট খাওয়া, পুরুষকে ডোমিনেট করা, ইচ্ছামত অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়ানো,আমি আমার মতো টাইপ একরোখা ভাবনা লালন করা সহ পুরুষের যাবতীয় খারাপ আচরণ অনুকরণ করা এবং তার প্রয়োগে সচেষ্ট হওয়াটাই আমার অধিকার।"

- পুরুষের অধিকার কখনোই আমার অধিকার হতে পারেনা....কখনোই না। পুরুষ পারলেই আমাকে পারতে হবে আর না হলে পারব না?? কেন পারব না? আমি ততোটুকুই করব যতোটুকু আমার মেধা, শ্রম দিয়ে করা যায়। এটা হতে পারে কোন পুরুষের চাইতে অধিক ঝাঁঝালো, কিংবা একেবারেই সামান্য। আমি বিশ্বাস করি, সফলতার কোন নির্দিষ্ট সীমা নেই। আমি নারী, আমি আমার নারীত্বের অধিকার চাই। যেই অধিকার আমার নারীত্বকে গর্বিত করে। আমার নারীত্বের সৌন্দর্যকে প্রস্ফুটিত করে। আমার প্রথম অধিকারের লড়াইতো সেটাই যেটা আমার নারীত্বের সম্মান, সৌন্দর্য কেড়ে নিতে চায় প্রতিনিয়ত। সিগারেট খাওয়া কখনোই কোন ভালো জিনিস নয়, এটা খাওয়ার মাঝে নারী অধিকার প্রতিষ্ঠা দূর থাক এটা একজন মানুষকে নেশাগ্রস্ত হিসেবেই প্রতিষ্ঠা করে। আমি কেন নেশাগ্রস্ত হবো? পুরুষ হয়েছে তাই?? আমি সিগারেট খাবো না বরং আমি আমার মত প্রকাশের অধিকার বলে ওই সিগারেট খাওয়া ছেলেটাকে বলব, "তুমি সিগারেট খেও না" আমি আমার বুদ্ধির বলে, জ্ঞানের ছলে তাকে বুঝাবো "সিগারেটের খারাপ কি দিক গুলো আছে"। যদি এইটুকু করার সুযোগ আমার না থাকে তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই অবহেলিত নারী। কেননা, এখানে আমার মত প্রকাশের সুযোগ নেই। আমি এই সুযোগ পাবার জন্য লড়াই করব, সিগারেট খাওয়ার জন্য নয়।




তুমি তাই করতে পারো যা একজন পুরুষ পারে-Pencil71 তুমি তাই করতে পারো যা একজন পুরুষ পারে-Pencil71 Reviewed by pencil71 on June 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.