Technology

test

ঈদ আসলে কাদের?


মতামত
১১-০৬-২০১৮ইং
মেসবাহ উদ্দিন



প্রতি ঈদে মিডিয়া যাদের নিয়ে ব্যস্ত থাকে তারা 'তারকা'। রোজা রাখুক বা না রাখুক, ঈদ তাদের কেমন কাটবে, সম্ভাব্য সাজগোজ, পোশাক, খাবার আর বেড়ানোর জায়গার তালিকা দিয়ে পাঠককে চমকে দেয়াতেই যেন আনন্দ!

অথচ ঈদ মুমিনদের জন্য আল্লাহর তরফ থেকে উপহার। যদি বলতে চান 'উৎসব সবার', তবে সেটাও প্রতিষ্ঠা হোক। উৎসব যদি সবারই হয় তবে যারা সত্যিকারের রোজাদার অথচ সারাদিন পরে দুই মুঠো শুকনো মুড়ি আর পানি খেয়ে ইফতার করেন, তাদের কষ্ট দেখার কেউ নেই কেনো? রমজান সংযমের মাস। অথচ নামী দামী রেস্টুরেন্টগুলোতে আগে থেকে বুকিং না থাকলে আপনি সেখানে ইফতারই করতে পারবেন না, এতটাই ভিড়! নামাজ আদায় হোক বা না হোক, কোনোমতে উপোস থেকে বা না থেকে সন্ধ্যা হতেই একগাদা খাবারের ওপর হামলে পড়াকে নিশ্চয়ই সংযম বলে না!

প্রতি ঈদের আগে 'জাকাতের কাপড়' আনতে গিয়ে ডজন ডজন মানুষের মৃত্যুর খবর নতুন কিছু নয়! অথচ ইসলামের কোথাও 'জাকাতের কাপড়' বস্তুটির কোনো অস্তিত্ব নেই। যেটি আছে, সেটি হলো 'জাকাত'। নিয়ম হলো এমনভাবে জাকাত আদায় করার যেন যাকে জাকাত দেয়া হলো তাকে আর পরবর্তীতে জাকাত নিতে না হয়। অর্থাৎ 'স্বাবলম্বী' করে দেয়া। স্বাবলম্বী তো দূরে থাক, অতি নিম্নমানের লুঙ্গি আর শাড়ির জন্য মরতে হয় অসংখ্য হতভাগ্যদের!

এত বৈষম্যের দেশেও ঈদ আসে! আমরা নির্লজ্জের মতো নতুন পোশাক পরে ঘুরে বেড়াই। ফিরনি, পায়েশ, পোলাও, কোর্মা খাই। আমাদেরই দেশের আনাচে কানাচে ঈদে নতুন জামা না পাওয়ার দুঃখে ছোট্ট বুকে একবুক কষ্ট নিয়ে কত শিশু ঘুমাতে যায় সে হিসাব রাখার সময় আমাদের কোথায়!





ঈদ আসলে কাদের? ঈদ আসলে কাদের? Reviewed by pencil71 on June 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.