ব্যবহারিক জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক-ব্যক্তিগত দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, কর্মজীবনের দিক- Pencil71
১. ব্যক্তিগত দিক
২. পারিবারিক দিক
৩. সামাজিক দিক
৪. কর্মজীবনের দিক
→ব্যক্তিগত দিক-
১.নিয়তের একনিষ্ঠতা বা খুলুসিয়াত থাকা।
এটা বান্দা না বুঝলেও আল্লাহ বুঝেন।
২.কথা ও কাজে যাতে অন্য মানুষ কষ্ট না পায়।
৩.সহজ-সরল জীবন যাপন করা।
দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) বলেছেন, দায়িত্বশীলদের জন্য ৪টি গুণ অপরিহার্য-
# কোমলতা তবে দুর্বলতা নয়
# দৃঢ়তা, তবে কঠোরতা নয়
# স্বল্পব্যয়িতা, তবে কৃপণতা নয়
# দানশীলতা, তবে অপব্যয় নয়
৪. ভারসাম্যপূর্ণ জীবন গঠন করা
প্রতিটি কাজের হক ঠিকমত পালন করার নাম হলো ভারসাম্য।
৫. রাগকে নিয়ন্ত্রণ করা
রাগ মানুষকে সীমালংঘনের দিকে নিয়ে যায়। রাগের মাথার কোনো সিদ্ধান্ত সঠিক হয় না। রাগ প্রয়োজন মতো থাকা দরকার, বেশি হলে বিপদ।
৬. জবান বা বাকশক্তির হেফাজত করা।
৭. দৃষ্টিশক্তির হিফাজত করা।
৮. রিয়া ও অহঙ্কারমুক্ত জীবন করা।
৯. কটু কথা ও অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থাকা।
১০. মিষ্টভাষী ও কোমল স্বভাবের অধিকারী হওয়া।
১১.পরিষ্কার পরিচ্ছন্নতা ও রুচিসম্মত চলা (সূরা মুদ্দাসির)
বই পুস্তক, পড়ার টেবিল, শোয়ার খাট, আলনা, কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো রাখা।
১২. সবর, তাওয়াক্কুল ও অল্পে তুষ্টি।
১৩. মন্দের মোকাবেলায় উত্তম নীতি গ্রহণ।
১৪. প্রকাশ্য ও গোপনীয় সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখা।
গোপনে খারাপ ও অশ্লীল বই না পড়া।
১৫. শুনা কথা পেছনে না বলা, কোন কথা শুনলে যাচাই-বাছাই করা।
→পারিবারিক দিক
পিতা-মাতাকে কোনো কষ্ট না দেয়ার ব্যাপারে সদা সজাগ থাকা।
# প্রতিদিন ১বার ফোন করে খোঁজ নেয়া।
# মায়ের কাছে যাওয়ার সময় জামা-কাপড় নিয়ে যাওয়া।
# বাড়িতে গেলে এক সাথে খাওয়া।
# মা-বাবাকে সালাম দেয়া।
# বান্দার হকের প্রথম হলো মা-বাবার হক।
# পিতা-মাতার আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা।
# ছোট ভাই-বোন ও আত্মীয় স্বজনদের সাথে ইসলামসম্মত আচরণ করা।
# বড়রা খারাপ আচরণ করলেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না।
→সামাজিক দিক
১.আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা।
# সুযোগ পেলেই খোঁজ খবর নেয়া।
# এর মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয়া।
২. অন্য মানুষের কল্যাণ কামনা করা।
৩. পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা।
→কর্মজীবনের দিক
#কর্মজীবনের দায়িত্ব সঠিকভাবে পালন করা।
# অধস্তনদের সাথে উত্তম আচরণ করা।
# যথাসময়ে কর্মস্থলে যাওয়া।
# ইনসাফ প্রতিষ্ঠা করা।
# সৎপথে উপার্জন করা।
ব্যবহারিক জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক-ব্যক্তিগত দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, কর্মজীবনের দিক- Pencil71
Reviewed by pencil71
on
May 22, 2018
Rating:
Reviewed by pencil71
on
May 22, 2018
Rating:

No comments: