রমজান মাসে এবং অন্যান্য মাসের শুক্রবারে মসজিদে ছোট বাচ্চাদের অাগমন একটু বেশী লক্ষ্য করা যায় । আর বয়সের কারণে এই সময় বাচ্চারা সাধারণত একটু দুষ্টামি বেশিই
মসজিদে লুকোচুরি খেলা,টুপি কাড়াকাড়ি খেলা,দৌঁড় প্রতিযোগিতা এসবে তারা খুব মজা পায়। মসজিদের ইফতারির প্রোগ্রামে তাদের উপস্থিতি দেখার মতো।
মুহাম্মাদ সঃ নিজে বাচ্চাদেরকে কোলে রেখে নামায পড়িয়েছেন। আর আমাদের বুজুর্গ-মুসল্লিরা মসজিদেই তাদের উপস্থিতি সহ্য করতে পারেন না।
কে কি বলল, কে অনুমতি দিল আর কে দিল না? এর উপর ইসলামী বিধান নির্ভর নয়। বরং ইসলামের বিধান নির্ভর করে কুরআন সুন্নাহ এবং কুর্আন ও সুন্নাহ থেকে উৎসারিত ইসলামী ফিক্বহ।
হাদীসের মাঝে যেমন নাবালেগ শিশুদের মসজিদে নিয়ে আসার কথা এসেছে, তেমনি কুরআন ও হাদীসের বিশুদ্ধ ব্যাখ্যা ও সুবিন্যস্ত রূপ ইসলামী ফিক্বহের কিতাবেও তা এসেছে।
হাদীসের আলোকে , নামাযের কাতারে প্রথমে প্রাপ্ত বয়স্ক পুরুষরা থাকবে। আর পিছনে থাকবে শিশুরা। কিন্তু তারা একসাথে থেকে দুষ্টুমি করার সম্ভাবনা থাকলে তাদের বড়দের কাতারের মাঝখানে মাঝখানে দাঁড় করাবে।
শিশুদের নামাযের প্রশিক্ষণের জন্য মসজিদে নিয়ে আসা উচিত। তবে খেয়াল রাখা উচিত দুষ্টুমি করে যেন অন্যদের নামাযের বিঘ্ন না ঘটায়।
আপনার-আমার শিশুদের প্রতি সুন্দর আচরণ এবং দৃষ্টিভঙ্গিই পারে বদলে দিতে দূষণে ভরা সমাজকে। আগামী প্রজন্মকে আলোর পথে এনে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই।
মসজিদে লুকোচুরি খেলা,টুপি কাড়াকাড়ি খেলা,দৌঁড় প্রতিযোগিতা এসবে তারা খুব মজা পায়। মসজিদের ইফতারির প্রোগ্রামে তাদের উপস্থিতি দেখার মতো।
মুহাম্মাদ সঃ নিজে বাচ্চাদেরকে কোলে রেখে নামায পড়িয়েছেন। আর আমাদের বুজুর্গ-মুসল্লিরা মসজিদেই তাদের উপস্থিতি সহ্য করতে পারেন না।
কে কি বলল, কে অনুমতি দিল আর কে দিল না? এর উপর ইসলামী বিধান নির্ভর নয়। বরং ইসলামের বিধান নির্ভর করে কুরআন সুন্নাহ এবং কুর্আন ও সুন্নাহ থেকে উৎসারিত ইসলামী ফিক্বহ।
হাদীসের মাঝে যেমন নাবালেগ শিশুদের মসজিদে নিয়ে আসার কথা এসেছে, তেমনি কুরআন ও হাদীসের বিশুদ্ধ ব্যাখ্যা ও সুবিন্যস্ত রূপ ইসলামী ফিক্বহের কিতাবেও তা এসেছে।
হাদীসের আলোকে , নামাযের কাতারে প্রথমে প্রাপ্ত বয়স্ক পুরুষরা থাকবে। আর পিছনে থাকবে শিশুরা। কিন্তু তারা একসাথে থেকে দুষ্টুমি করার সম্ভাবনা থাকলে তাদের বড়দের কাতারের মাঝখানে মাঝখানে দাঁড় করাবে।
শিশুদের নামাযের প্রশিক্ষণের জন্য মসজিদে নিয়ে আসা উচিত। তবে খেয়াল রাখা উচিত দুষ্টুমি করে যেন অন্যদের নামাযের বিঘ্ন না ঘটায়।
আপনার-আমার শিশুদের প্রতি সুন্দর আচরণ এবং দৃষ্টিভঙ্গিই পারে বদলে দিতে দূষণে ভরা সমাজকে। আগামী প্রজন্মকে আলোর পথে এনে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই।
শিশুদের প্রতি সুন্দর অাচরণ বদলে দিতে পারে সমাজকে-Pencil71
Reviewed by pencil71
on
May 20, 2018
Rating:
Reviewed by pencil71
on
May 20, 2018
Rating:

No comments: