Technology

test

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত



কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খাঁন।

আজ সোমবার বিকালে কালকিনি উপজেলার, লক্ষীপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, কালকিনি উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আকবর তালুকদার, কালকিনি পৌরসভা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মৃধা, এবং শিবির থানা সভাপতি সাইফুল্লাহ মানসুর।

মাওলানা আব্দুস সোবহান খাঁন বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। তাই প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে আমরা আমাদের সাধ্যমত জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সে ধারাবাহিকতা আজ আমরা সীমিত সামর্থ নিয়ে আপনাদের দুঃখের ভাগীদার হওয়ার চেষ্টা করেছি।

দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের সেবা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন। তাই গণমানুষের যেকোনো সমস্যার সমাধান ও আর্তমানবতার মুক্তির জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্য দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি সেই শান্তির সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত Reviewed by pencil71 on February 26, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.