পুরুষ ; তুমি বহতা নদী
★★ই ল হা ম আ জি জ
অনুনয় করেছিলে তুমি:বলিনি সেদিন তবু
বলবো আমি নিশুতি রাতে একান্তে পেলে কভু
শোন দাদু;আজিকে সে ক্ষণ; প্রিয়তম সখি মোর
দুই প্রজন্ম রমনী মোরা কথা বলে হবে ভোর।
আজকে ঠিক ষোড়শী তুমি কাল বধু হবে ঘরে
জীবনপাঠে শিখেছি যত বলিব তোমার তরে
নাজানা পথ গন্তব্যহীন ছোট্ট জীবন খেয়া
সত্যের মত জরুরি আজ পুরুষেরে চিনে নেয়া।।
পুরুষ সবে বহতা নদী বাঁকে বাঁকে তার ঘাট
ঘাটে ঘাটে চলে জলকেলি নারী ভোলে তার বাট
নারীরা সবে স্বচ্ছ পুকুর একটাই তার ঘাট
একেলা এলে স্বপ্ন-পুরুষ এ জীবন পরিপাট।
নারী আসে অম্লতা নিয়ে নর নিয়ে আসে ক্ষার
নারী পেলে প্রেমের পরশ খুলে দেয় সিংহদ্বার।
পুরুষ ভিজে কামনা রসে নারী চায় প্রেমরস
হাত দিলে এ সৃষ্টি-স্বরুপে ধরাধামে নামে ধস।।
শান্তিনগর,মাদারীপুর
17.01.2024
পুরুষ ; তুমি বহতা নদী || ইলহাম আজিজ
Reviewed by pencil71
on
January 17, 2024
Rating:
No comments: