লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
বৃহস্পতিবার লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। দুর্নীতি রাহাজানি অপকর্ম সমাজ থেকে দুরীভূত করতেই জামায়াতে ইসলামীর সৃষ্টি। কুরআনের আলোকে যেন আমাদের জীবন প্রতিষ্ঠা করতে পারি।
মু.মেসবাহ্ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল হক বলেন, কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
থানা নায়েবে আমীর মাওলানা আব্দুল করিম বলেন, কুরআনের বিজয়ের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্য অটুট রেখে এদেশে ইসলামী জাগরন তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে।
কালকিনি পৌরসভা সেক্রেটারি মু.রফিকুল ইসলাম মৃধা বলেন, রমজান মাস হলো একটি বছরের প্রশিক্ষণের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধা বঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না।
থানা সেক্রেটারি মাওলানা আলী আকবর বলেন, আল কুরআন নাযিলের মাস। রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস।
মাহফিলে দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি-সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
Reviewed by pencil71
on
April 01, 2023
Rating:
Masaallah
ReplyDelete