Technology

test

হাসি | আব্দুর রাজ্জাক



হাসি
আব্দুর রাজ্জাক
সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক

হাসি তুমি এমন কেন?
কোথা থেকে আসো?
তোমার জীবন সুখে ভরা
তাই তুমি হাসো?

হাসি তুমি এমন কেন?
শত রূপে টলমল,
জোস্নার পাশে চাঁদ তুমি
যেন আলো ঝলমল।

হাসি তুমি এমন কেন? 
মন রাঙ্গিয়ে দাও,
একটু হেসে কেমন করে
হৃদয় কেড়ে নাও।

হাসি তুমি এমন কেন? 
মনের কথা বল,
সুখ দুঃখের মাঝেও তুমি 
আপন মনে চল।

হাসি তুমি এমন কেন? 
আমায় ভাবিয়ে তুলো,
শত দুঃখের মাঝেও তুমি 
হৃদয়ে এসে দুলো।

হাসি তুমি এমন কেন? 
কেন বাসি ভালো?
সারাজীবন এমন করেই
জ্বালবে তুমি আলো।

বলব আমি তোমায় এবার?
ভালো কেন বাসি?
সুখি থাকতে চাই সর্বদা
হাসতে হয় তাই হাসি।

হাসি | আব্দুর রাজ্জাক হাসি | আব্দুর রাজ্জাক Reviewed by pencil71 on May 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.