Technology

test

কথা বলে সময় এবং নিজের ইমেইজ নস্ট করবেন? ERINA


ERINA

কেউ যদি ঘরে বসেই টাকা উপার্জন করতে পারেন,নিজের পছন্দের কাজটি আনন্দের সাথে বেছে নিতে পারেন, তাহলে তার কি দরকার সারাদিন জ্যামে বসে, সময় এবং শক্তি ব্যায় করে, নয়টা থেকে পাচটা পর্যন্ত অপছন্দের কাজটি করার?

ভিন্নধর্মী ক্যারিয়ার বা জীবিকার উপায় সম্পর্কে আপনার ধারণা নাই থাকতে পারে, তবে কথা বলার সময় একটু সতর্ক হতে হবে। আপনার কথা যাতে অন্য মানুষকে অসম্মান বা নিরুৎসাহিত না করে বা তার পেশাকে ছোট না করে।

সব পেশাকে সম্মান করতে হবে! ফ্রিল্যান্সিং করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

আপনি তো মাস শেষে অন্য মানুষের সব বিল পে করেন না,তাই না?
তো কেনো কথা বলে সময় এবং নিজের ইমেইজ নস্ট করবেন?

যদি কথা বলতেই হয়, তাহলে নিজেকে এমনভাবে তৈরী করুন, এমন ভাবে কথা বলা শিখুন, যাতে কথা বলেই উপার্জন করতে পারেন। অন্যকে নিয়ে কথা বলে সময় নস্ট করার সময় আমাদের থাকা অনুচিত। একেবারেই বৃথা!

সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারার দক্ষতায় ভিন্নধর্মী পেশার খোজ আপনিও পেয়ে যেতে পারেন।

আর যারা নয়টা পাচটা অফিস করে উপার্জন করেন,তাদের কস্টের প্রতিও অনেক সম্মান রইল। সততার সাথে পরিচালিত এবং অর্জিত সকল পেশাই সম্মানজনক।


কথা বলে সময় এবং নিজের ইমেইজ নস্ট করবেন? ERINA কথা বলে সময় এবং নিজের ইমেইজ নস্ট করবেন? ERINA Reviewed by pencil71 on June 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.