রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন 'বর্বর গনহত্যা_নোবেলজয়ী মানবাধিকার কমী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান-Pencil71
নিজস্ব প্রতিনিধি:
চট্রগ্রাম
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনকে ‘বর্বর গণহত্যা’ আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন নোবেলজয়ী মানবাধিকারকর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ সমাবর্তন উপলক্ষে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
তাওয়াক্কল কারমান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা বিষয়ে বড় কোনো প্রচেষ্টা নেওয়া।
‘অ্যা ব্রিজ টোয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপমেন্ট: ওভারকামিং থ্রেটস টু সারভাইভাল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কল কারমান বলেন, সম্প্রতি আমরা রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে ১০০ জনের বেশি রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছি যারা সবাই মিয়ানমারে ধর্ষণের শিকার। এসব নারী তাদের চোখের সামনে ঘটে যাওয়া বর্বরতার বর্ণনা দিয়েছেন আমাদের। তাদের কারও বাবা, কারও স্বামী, কারও ভাই, কারও ছেলেকে তাদের চোখের সামনে কেটে হত্যা করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে গৃহহারা হয়েছে রোহিঙ্গারা। এটা পুরোপুরি গণহত্যা।
‘অ্যা ব্রিজ টোয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপমেন্ট: ওভারকামিং থ্রেটস টু সারভাইভাল’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কল কারমান বলেন, সম্প্রতি আমরা রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে ১০০ জনের বেশি রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছি যারা সবাই মিয়ানমারে ধর্ষণের শিকার। এসব নারী তাদের চোখের সামনে ঘটে যাওয়া বর্বরতার বর্ণনা দিয়েছেন আমাদের। তাদের কারও বাবা, কারও স্বামী, কারও ভাই, কারও ছেলেকে তাদের চোখের সামনে কেটে হত্যা করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে গৃহহারা হয়েছে রোহিঙ্গারা। এটা পুরোপুরি গণহত্যা।
প্রতিষ্ঠাতা কামাল আহমদ ও উপাচার্য প্রফেসর নির্মলা রাওয়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজেলদিন আবুলাইশ, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেলদিন ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রামিতা প্যাটেল।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন 'বর্বর গনহত্যা_নোবেলজয়ী মানবাধিকার কমী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান-Pencil71
Reviewed by pencil71
on
May 13, 2018
Rating:
Reviewed by pencil71
on
May 13, 2018
Rating:

No comments: