মাদারীপুর জেলা; সদর উপজেলা
২৩-০৪-২০১৮ইং
জেলা প্রতিনিধি
কূলপুদ্ধি থেকে কালকিনি উপজেলা পর্যন্ত এই রাস্তাদিয়ে প্রতিদিন শর্ত শর্ত অটো রিক্সা,ভ্যান,রিক্সা চলাচল করে। এই রাস্তাদিয়ে প্রতিদিন ঝাউদি, আলীনগর,এনায়েতপুর, লক্ষীপুর ইউনিয়ন এবং কালকিনি ও খাসেরহাটের হাজার হাজার মানুষের চলাচলের এক মাত্র রাস্তা। রাস্তাদিয়ে প্রতিদিন এই এলাকার ছাত্র-ছাত্রী, স্কুল-কলেজ, অসুস্থ রুগী, গর্ভবতী মা-বোনেরা চলাচল করে। সামান্য বৃষ্টিতে রাস্তায় একহাটু পানিতে তলিয়ে যায়। কৃষকেরা রাস্তায় ধান রুপন করে। এলাকা বাসীর দাবি, মাদারীপুর তিন আসনের এমপির কাছে আমাদের দাবি এই রাস্তাটা দুরুত্ব উন্নয়নকাজ করবেন। যখন এখানে এমপি হইয়া এসেছেন তখন এখানকার মানুষ আপনাকে নিয়া সপ্ন দেখেছে। আমাদের প্রাণের দাবি এই রাস্তাটি ।
মাদারীপুরের রাস্তা এখন ধান খেত্রে উন্নয়ন হয়েছে-Pencil71
Reviewed by pencil71
on
April 23, 2018
Rating:
Reviewed by pencil71
on
April 23, 2018
Rating:

No comments: