‌শি‌শিরে সৌন্দর্য || ‌রিফাত হো‌সেন



‌শি‌শির‌ে সৌন্দর্য
‌রিফাত হো‌সেন

শিশিরে যার সৌন্দর্য,
সকালে তিলাওয়াত,
ফজরের নামাজে পাই তারই ফজিলত।
বিকেলের আভা যার লাগে ভালো,
তার কাছেই পাওয়া যাবে সহস্র আলো।
ভোরের স্নিগ্ধতায় কেটে যায় মনের সব কালো,
প্রকৃতই আমি,
প্রতি মুহুর্তে চাই সেই আলো।

‌শি‌শিরে সৌন্দর্য || ‌রিফাত হো‌সেন ‌শি‌শিরে সৌন্দর্য || ‌রিফাত হো‌সেন Reviewed by pencil71 on February 08, 2023 Rating: 5

8 comments:

  1. অসাধারন লেখনী 🥰মাশাআাল্লাহ🖤

    ReplyDelete
  2. দারুন।
    🥰

    ReplyDelete
  3. মাশাল্লাহ 💓💓💓কবির জন্য শুভ কামনা রইলো 💜

    ReplyDelete
  4. মাশাআল্লাহ ❤️ প্রিয় ভাই

    ReplyDelete
  5. জাযাকাল্লাহ্ সবাই‌কে

    ReplyDelete

Powered by Blogger.