‘জাস্ট ফ্রেন্ড’ নামক নোংরামি | মু.মেসবাহ্ উদ্দিন



স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজ ‘জাস্ট ফ্রেন্ড’ এ সয়লাব। জাস্ট ফ্রেন্ড হয়ে একজনের গায়ে হাত দেওয়া, তার কান মলে দেওয়া, ছবি তুলে দেওয়া, একসাথে খেতে যাওয়া এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত। আজ যারা আমরা ‘জাস্ট ফ্রেন্ড’ নামক নোংরামিতে লিপ্ত তাদের ভাবা উচিত আমরা আগুন নিয়ে খেলা করছি না তো??

ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন - “নারীদের সাথে পুরুষের অবাধ মেলামেশা যেনো আগুনের সাথে কাঠকে মেশানোর মতো।”
আগুন যেমন আস্তে আস্তে সব ভস্মীভূত করে দেয়, তেমনি এই ফ্রি মিক্সিং ও আস্তে আস্তে আপনার আমল, আখলাক নষ্ট করে দেয়। ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আপনি তার শরীরে হাত দিচ্ছেন, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, তার দিকে তাকিয়ে থাকেন, তার সাথে গ্রুপ স্টাডি করেন আবার আপনিই বলছেন এতে কোন সমস্যা নাই!!
রাসূল (ﷺ) বলেছেন - “নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ঐ মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভাল যে তার জন্য হালাল নয়।” [সহীহুল জামে : ৪৯২১]
কত গুরুত্বপূর্ণ কথা মাথায় পেরেক মারা কত কষ্টের বিষয় যেখানে পায়ে একটা কাটা বিধলেই আমরা কুপোকাত হয়ে যাই। তাহলে আপনি কি একটা মেয়ের হাত ধরাকে মাথায় পেরেক মারার চেয়েও উত্তম মনে করেন?! যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝবো আপনি সত্যিকারের পুরুষ নন।
কিন্তু কুরআন বলছে- “নরনারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখ এবং লজ্জাস্হানকে হেফাজত কর।”[সূরা নূর আয়াত : ৩০,৩১]।

আপনি একটা মেয়ের দিকে তাকাবেন আর বলবেন আমি তো তাকে অন্য দৃষ্টিতে দেখি না, ভাই বোনের দৃষ্টিতে দেখি তাহলে বলবো আপনি পুরুষ না। আপনার সহপাঠী কখনোই আপনার ভাই কিংবা বোন নয় তারা আপনার গায়রে মাহরাম। তাই তাদের সাথে পর্দা করা ফরজ।
একটি হাদিস বলি তাহলে বিষয়টা বোধগম্য হবে রাসূল (ﷺ) বলেছেন - “চোখের যিনা হলো তাকিয়ে থাকা, কানের যিনা হলো অশ্লীল কিছু শোনা, হাতের যিনা হারাম কিছু স্পর্শ করা, পায়ের যিনা হারাম কাজ বাস্তবায়ন করতে যাওয়া।” [বুখারী : ৬২৪৩]

তাহলে একবার চিন্তা করে দেখুন, আপনি কতগুলো গুনাহর অংশীদার হচ্ছেন শুধুমাত্র জাস্ট ফ্রেন্ড এর কারনে। আপনি চোখ দিয়ে তাঁর দিকে তাঁকিয়ে আছেন, হাত দিয়ে স্পর্শ করছেন, পা দিয়ে হেঁটে তাঁর সাথে চলছেন এগুলো সবি যিনার অন্তর্ভুক্ত। যিনাকারীর শাস্তি জাহান্নাম। হে যুবক একবার ভাবো, এই জাস্টফ্রেন্ড ই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আর জাহান্নামের শাস্তি সম্পর্কে তুমি জানো!! এর আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়েও উনসত্তর গুণ বেশি! তারপরও কি তুমি তোমার জাস্ট ফ্রেন্ড নিয়ে মেতে থাকবে!!

[বি.দ্র : এরপরও কিছু মানুষ তা থেকে দূরে থাকবে না তাদের কান, চোখ, মাথা আছে কিন্তু উপলব্ধির জায়গা নেই। আফসোস তাদের জন্য!!


‘জাস্ট ফ্রেন্ড’ নামক নোংরামি | মু.মেসবাহ্ উদ্দিন  ‘জাস্ট ফ্রেন্ড’ নামক নোংরামি | মু.মেসবাহ্ উদ্দিন Reviewed by pencil71 on February 23, 2023 Rating: 5

No comments:

Post a Comment

Powered by Blogger.