ভাসমান শ্যাওলা
ওয়াহেদুজ্জামান আহমেদ
একখন্ড বিবস্ত্র ভাগ্য ভেসে যায় স্রোতে
খড় কুটোর মতো ;নিঃশব্দ জিভের ছায়ায়
বিবেচিত মৌ-ভোগী সত্ত্বা শরীর ঢেকে দেয়
স্যাতস্যাতেঁ তক্তপোশে, সম্ভোগী কায়ায়।।
রং খোয়া একাদশী চাঁদ ফুটপাত ঘেঁসে
আগামী প্রসব করে মাটির টবে;
ক্ষুধার্ত ধমনীতে বেজে ওঠা মত্যু মিছিল
মূক ও বধির হয়ে হেঁটে চলে নীরবে।।
ভৈরবী বীণার তারে মূর্ছিত নোনা ঢেউ
আটপৌরে আঁচলে আঁকে নিঃশব্দ প্রতিশোধ ;
মুখ ঢাকা বাবুয়ানি ঐশ্বর্য প্রণামীর থালায়
রেখে আসে আদিমতার স্বাভিমানী অহমবোধ।
শোক লেপা সজ্জায় মানবতার অস্থি পোড়ায়
শ্বেতশুভ্র মানবী; অন্তর্বাসের অনিষিক্ত ক্ষতে,
বিজয়োল্লাসের সুগন্ধি শোকা উন্নাসিক দ্রষ্টারাই
তির্যক তর্জনী তুলে ভিড় করে রাজপথে।
চেয়ে থাকা চর্চিত চেতনার জিভে
অমৃত ক্ষুধারস ঢেলে দেয় যে নারী বারেবারে
তারই অলিন্দে দাঁড়িয়ে বিবস্ত্র সৌরেন্দ্রীরা
আজও পাপ ধূয়ে ঘরে ফেরে রাতের অন্ধকারে।
ভাসমান শ্যাওলা | ওয়াহেদুজ্জামান আহমেদ
Reviewed by pencil71
on
August 07, 2022
Rating:
No comments: