যানজট!!
Abdul Motaleb Masud
তরুণ লেখক
রাজধানীর যানজটের কথা কার না জানা। রাজধানীতে থাকেন অথবা কখনো প্রয়োজনে রাজধানীতে গিয়েছেন এমন যে কারোই রয়েছে মহা যানজটের তিক্ত অভিজ্ঞতা।
এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার।
একবারের এক অভিজ্ঞতার কথা বলি, যাত্রাবাড়ী থেকে ট্রান্স সিলভা পরিবহনে উঠলাম মিরপুর যাওয়ার জন্য বিকেল ৪.০০ টায়, কিন্তু সংকটটা হলো রাত যখন প্রায় ১২ টা তখনও আমরা মিরপুর পৌছাতে পারিন।
একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে যানজটের বিরক্তি ভাব,এ অবস্হায় পাশের সিটে বসে থাকা এক ভদ্রলোকের মোবাইলে কল বাজলো, ভদ্রলোকের কথায় বোঝা গেলো তার অর্ধাঙ্গী কল করেছেন।ভদ্রলোক কে যখন জানতে চাইলো তোমার পৌছাতে আর কতক্ষণ লাগবে?
ভদ্রলোক উত্তরে বললো "শোন আল্লাহ চাইলে তোমার সাথে আমার আগামীকাল দেখা হতে পারে"।
ভদ্রলোকের এই কথা শোনার পর সকল যাত্রীদের বিরক্তি ভাব কমে গিয়ে কিছুটা আনন্দ অনুভব করলো।
এখন আমাদের দশা হয়েছে তাই!আমরা রাস্তার উপরে দু-চারটে ফ্লাইওভার দেখার পর ভাবলাম এবার আর যানজট কিছুই থাকবে না।
যেখানে উন্নত বিশ্বের সরকারি কর্মকর্তা - কর্মচারীরা পাবলিক পরিবহনে যাতায়াত করে, সেখানে কিনা আমাদের দেশে যার এখনো একটা বাড়িই নেই তারও একটা গাড়ি থাকা লাগবে!!! আবার অনেক পরিবারের সদস্যদের জন্য আলাদা - আলাদা গাড়ি রয়েছে। এই যখন অবস্হা তখন আমরা যানজট থেকে বের হবো কি করে?
এরপরতো রয়েছে সড়কের অপরিকল্পিত ট্রাফিক নিয়ম,যত্র তত্র গাড়ি পার্কিং, সাধারণ পথচারীদেরও সড়কের নিয়ম শৃংখলা না মানার প্রবণতা ইত্যাদি।
কত-শত সমস্যা!! এখান থেকে আমরা বের হবো কিভাবে এই চিন্তায় যেন পাবলিকের দিন যায়!!! কিন্তু কর্তা ব্যাক্তিরা যেন টেনশন মুক্ত।
যদি কর্তা ব্যাক্তিরা সামান্য টেনশন করেন, তাহলে অনুরোধ করবো-
১. সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা - কর্মচারী, ছাত্র-ছাত্রী, সাধারণ যাত্রী সকলের জন্য মানসম্মত পাবলিক পরিবহনের ব্যাবস্হা করুন।
২. সড়কের পাশের প্রতিটি স্হাপনার নির্দিষ্ট পার্কিং নিশ্চিত করুন।
৩. প্রাইভেট গাড়ি আমদানিতে টেক্স বৃদ্ধি করুন,প্রয়োজনে প্রাইভেট গাড়ি ব্যবহারের মাপকাঠি নির্ধারণ করুন অথবা প্রাইভেট গাড়ি নিষিদ্ধ করুন।
৪. শুধু ফ্লাইওভার না করে সড়কের নিয়ম শৃংখলা নিশ্চিত করুন, সড়ক গুলো প্রশস্ত করুন।
৫. মানসম্মত ও গুণগত কাঁচামাল ব্যবহার করুন সড়ক তৈরীতে।
৬. পর্যাপ্ত ফুটওভার ব্রিজের ব্যবস্হা করুন এবং পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করুন।
৭. ফিটনেস বিহিন গাড়ি বন্ধ করা, প্রয়োজনে বাজেয়াপ্ত করা।
৮. সরকার, পরিবহন মালিক সমিতি ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করুন।
আশা করছি নগর পরিকল্পনাবিদগণ যথাযথ পরিকল্পনা গ্রহণ করবেন ও তা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষকে যানজট নামক মহা বিপদ থেকে রক্ষা করবেন।
যানজট || pencil71
Reviewed by pencil71
on
April 06, 2022
Rating:
No comments: