Technology

test

ভ্রমণ পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন || মু.রেজাউল করিম


মু.রেজাউল করিম
তরুণ লেখক ও গবেষক
New York

ভ্রমণ শব্দের আরবি প্রতিশব্দ হলো ‘রিহলাহ’ ও ‘সাইর’। রিহলাহ অর্থ ভ্রমণ, ফ্লাইট ইত্যাদি।আর ‘সাইর’ অর্থ সফর করা, স্থান ত্যাগ করা, ভ্রমণ করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ইত্যাদি। তবে আল কুরআনে ভ্রমণের প্রতিশব্দ ‘সাইর’ ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহতায়ালা বলেন: হে রাসূল! আপনি [মানুষকে] বলুন, তোমরা পৃথিবীতে ‘সাইর’ [ভ্রমণ] করে দেখ অত্যাচারীদের পরিণতি কেমন হয়েছে [সূরা নামল : ৬৯]।
ভ্রমন বা সফরে বহুবিধ উপকারিতার মধ্যে ইমাম শাফেয়ী (রহ:) এর দৃস্টিতে ভ্রমণে রয়েছে পাঁচটি ফায়দা:
০১. দুশ্চিন্তা থেকে মুক্তি।
০২. জীবিকা প্রাপ্তি।
০৩. জ্ঞানার্জন।
০৪. শালীন আচরণ শিক্ষা।
০৫. জ্ঞানী-গুণীদের সাক্ষাত
তাই আমাদের সকলের উচিত সময় সুযোগ করে আল্লাহর সৃস্টি জগত ঘুরে দেখার পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।

ভ্রমণ পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন || মু.রেজাউল করিম ভ্রমণ পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন || মু.রেজাউল করিম Reviewed by pencil71 on January 27, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.