------------------------------------------------
-----------------------------------------------
এই গগনে পবনে ভাসে রক্তের ঘ্রাণ
মুক্তির সোপান তলে দিল আত্ম বলিদান
ভাঙিলো বন্দিশালার জিঞ্জির অধীন বেদী
যাদের ত্যাগে এ দেশ রুপালী বহতা নদী।
এই কাদামাটি জল ঝর্ণা পাললিক গান
সবুজ শ্যামল মম এই নিষ্পাপ বাগান
স্বপ্নঘেরা আমনধানে সে নবান্নের উঠান
তাদের সে ত্যাগ থাক হে রহমান অম্লান।
পৌষালি রোদ্দুর হাসে যে ধূলো-মাটির গায়
শিউলী গোলাপ ফুটে যে ভোরের কুয়াশায়
যেথা ঝরা বকুলের সফেদ পাপড়ির ঘ্রাণ
দুর্যোগ বিভীষিকায় রেখ প্রভু অনির্বাণ।
শত বিপ্লবী প্রাণের সিন্ধুসম রক্ত তুমি
স্বর্গ চেয়ে প্রিয় মোর এ বঙ্গ মা জন্মভূমি
আজি বাতাসে তোমার সবুজ স্বপন বুনি
সবুজের লালিমায় তুমি মোর মহামুনি।
এই ধান কাউনের হরিত প্রান্তর জুড়ে
যে নিসর্গ নীলাকাশ অনিন্দ্য রয়েছে মুড়ে
দিঘীর শরীর নুয়া কলমী লতার আসর
সাজানো যেন হিজল ফুলের লালচে বাসর।
এ রক্তকমলে গাঁথা প্রিয় মোর জন্মভূমি
আনলো যারা সেই মহা নির্ভীকের চরণচুমি
মুক্তির সোপান তলে দিল আত্ম বলিদান
বুকের খুন ঢেলে রাখবো পূত তব অর্ঘ্যদান।
রক্তকমল || আনিছুর রহমান
Reviewed by pencil71
on
December 27, 2021
Rating:
No comments: