কালকিনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি সকাল ১০ টায় কালকিনি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে মাছ বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো: সালাউদ্দিন রুবেল এবং সঞ্চালনা করেন কালকিনি পৌরসভা সেক্রেটারি আসাদুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মৃধা।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ রুস্তম আলী ও সাবেক ছাত্র নেতা মোঃ জামান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুস সালাম, মাওলানা আলী আকবর তালুকদার, মাওলানা অধ্যক্ষ শাহ আলম, মোঃ এনামুল হকসহ আরও অনেকে।
Reviewed by pencil71
on
May 10, 2025
Rating:

No comments:
Post a Comment