মাদারীপুর জেলা জামায়াতের ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
জনশক্তিদের সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
-এইচ এম হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “ জামায়াতের জনশক্তিকে সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কাজ আঞ্জাম দিতে হবে। কর্মী ও দায়িত্বশীলদের মধ্যে আন্তরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে। দেশকে উদ্ধার করতে জামায়াতকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে এবং সে ভূমিকা পালনে মাদারীপুর জেলার জনশক্তিকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে”
২২ মে বুধবার মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খাঁন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম হামিদুর রহমান আযাদ
এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। সম্মেলনে দাসূল কুরআন পেশ করেন জামায়াতে নায়েবে আমীর হাফেজ ইয়াদুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন ও এডভোকেট মিজানুর রহমান খাঁন , জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা নেতৃবৃন্দ।
এইচ এম হামিদুর রহমান আযাদ আরও বলেন,“ধর্ম ও নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসন ও অনির্বাচিত সরকারে বিরুদ্ধে এবং মানবতার কল্যাণে জামায়াতের রুকনদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
মাদারীপুর জেলা জামায়াতের ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
Reviewed by pencil71
on
May 23, 2024
Rating:
No comments:
Post a Comment