কবি জসীম উদ্দীন পরিষদ, ফরিদপুর নির্বাহী পরিষদ গঠন করা হলো.....
অদ্য ২০ জানুয়ারি ২০২৪ শনিবার বিকেল ৫ টায় গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কস্হ কবি আবু জাফর দিলুর বাসভবনে কবি জসীম উদ্ দীন পরিষদের নির্বাহী পরিষদ পুনর্গঠনের উদ্দেশ্যে আহ্বায়ক কমিটির সভা কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নিম্নবর্ণিত নির্বাহী পরিষদ গঠন করা হলো।
সবশেষে শীতকালীন চিতাই পিঠা ও মিষ্টি পরিবেশন দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
কবি জসীম উদ্ দীন পরিষদ, ফরিদপুর ২০২৪ ইং এর নিম্নবর্ণিত নির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দঃ
১। আবু জাফর দিলু, সভাপতি
২। সফিক ইসলাম, সহ-সভাপতি
৩। মনোয়ারা মোর্শেদা চৌধুরী, ঐ
৪। জাহাঙ্গীর খান, ঐ
৫। শোভা রাণী বিশ্বাস, ঐ
৬। রীনা পারভীন, ঐ
৭। নিলয় বিশ্বাস, মহাসচিব
৮। হারুনার রশিদ , যুগ্ম-মহাসচিব
৯। মোস্তফা মাহফুজ বুলু, সাংগঠনিক সচিব
১০। ইলহাম আজিজ, অর্থ সচিব
১১। নিলুফার ইয়াসমিন রুবী, সাহিত্য সচিব
১২। সাহেদ বিপ্লব, প্রকাশনা সচিব
১৩। মুক্তা বিশ্বাস, সাংস্কৃতিক সচিব
১৪। রেজাউল ইসলাম, পাঠাগার সচিব,
১৫। জাহাঙ্গীর আবীর, গবেষণা সচিব
১৬। প্রদীপ রায়, প্রচার ও দপ্তর সচিব
১৭। আশরাফ আলী মোল্লা ,নির্বাহী সদস্য
১৮। আক্তার হোসেন, ঐ
১৯। রেজাউল করিম, ঐ
২০। আলীমাল রাজী আজাদ, ঐ
২১। মোঃ ইদ্রিস আলী, ঐ
২২। কাজী এজাজ হাসান, ঐ
২৩। সৌরভ দুর্জয়, ঐ
২৪। মাহবুবা আক্তারী রেখা, ঐ
২৫। কে. এম. আজিজুর রহমান, ঐ
২৬। আব্দুস ছামাদ মিয়া, ঐ
২৭। শেখ নূরুল, ঐ
কবি জসীম উদ্দীন পরিষদ, ফরিদপুর নির্বাহী পরিষদ গঠন
Reviewed by pencil71
on
January 21, 2024
Rating:
No comments:
Post a Comment