শীতের সকাল
★★ইলহাম আজিজ
শীতের সকাল মানে সরিষার ফুল
বেথলের মত ধরা উঠোনের কুল।
শীতের সকাল মানে খেজুরের রস
গলে পড়া শিশিরের দানা টসটস।
শীতের সকাল মানে মটরের শিম
চাঁদটারে মনে হয় মাটির পিদিম।।
শীতের সকাল মানে নাড়ার দহন
তরতাজা সবজির হাটে আগমন।।
শীতের সকাল মানে কুয়াশার লেপ
সুর্যেরও মাঝে মাঝে নেই ভ্রুক্ষেপ।।
শীতের সকাল মানে মাঠে শত জন
নতুন বইয়ে খুকি পাঠে দেয় মন।।
শীতের সকাল মানে শিশুদের জয়
হাই তোলে জলাধার হারাবার ভয়।।
শীতের সকাল মানে শুধু কাঁপাকাঁপি
অসহায় মানুয়েরা যেন বড় পাপী।।
আপন ঘর
২০.০১.২০২৪
ফরিদপুর।।
শীতের সকাল || ইলহাম আজিজ
Reviewed by pencil71
on
January 20, 2024
Rating:
No comments:
Post a Comment