কালকিনিতে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে জামায়াত
প্রতিনিধি:- সাইফুল ইসলাম
কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন বাজার পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে জামায়াত।
সোমবার বিকালে শিকারমঙ্গল বাজারে পুড়ে যাওয়া দোকান ঘরগুলো পরিদর্শনে আসেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সোবহান খান। এসময় তিনি পুড়ে যাওয়া দোকান মালিকদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় জেলা সেক্রেটারি মাওলানা মোকলেছুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক কেএম ইয়াদুল হক, জেলা অর্থসম্পাদক ডাঃ খলিলুর রহমান, কালকিনি পৌরসভা আমীর মাওলানা ইউনুস সরকার, পৌরসভা সেক্রেটারি মু.রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আকবর, শিবিরের সাবেক জেলা সভাপতি মু.মেসবাহ উদ্দিন, উপজেলা শিবিরের সভাপতি রিফাত হোসেন ও শিকারমঙ্গল ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল বাশারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ, গভীর রাতে আগুন লেগে শিকারমঙ্গল বাজারের ৩টি দোকানঘর পুড়ে যায়। এতে দোকানের সকল মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীগণ। পরদিন ভোরে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছিলেন উপজেলা নেতৃবৃন্দ।
কালকিনিতে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের পাশে জামায়াত
Reviewed by pencil71
on
July 11, 2023
Rating:
No comments:
Post a Comment