মাদারীপুর সংবাদ!
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সোবাহান খান-কে (৫৩) বৃহস্পতিবার (১৮ মে) বিকালে তার নিজ বাসা থেকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তার নামে পুলিশ কোন মামলার ওয়ারেন্ট দেখাতে পারেনি। সম্পূর্ণ অন্যাভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খানের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমান ও ফরিদপুর অঞ্চল পরিচালক সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।
তারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। অবিলম্বে মাওলানা আব্দুস সোবহান খানসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতার অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান গ্রেফতার
Reviewed by pencil71
on
May 19, 2023
Rating:
Reviewed by pencil71
on
May 19, 2023
Rating:

No comments:
Post a Comment