লিগ্যাল নোটিশ কি কেন কিভাবে?
~~~~~~~~~~~~~~~~~~~
মোঃ রিয়াজ উদ্দিন
এডভোকেট, জজ কোর্ট, ঢাকা
✆01795175367
লিগ্যাল নোটিশ :
---------------------
কোন বিষয়ে আইনগত বা অন্য কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কোন পক্ষ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষকে বা জনগণের জ্ঞাতার্থে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেন তাহাই লিগ্যাল নোটিশ হিসেবে পরিচিত। কোন একটি বিষয়ে সতর্ক পদক্ষেপ হিসেবে পূর্বে লিগ্যাল নোটিশ দিয়ে অপর পক্ষের অবস্থান সম্পর্কে ধারণা নেয়া যায়। সকল মামলার ক্ষেত্রে পূর্বাহ্নে লিগ্যাল নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না তবে আদালতের কাছে আত্মপক্ষ সমর্থনের একটি গ্রাউন্ড তৈরি হয়। লিগ্যাল নোটিশ কোন একটি বিষয় সম্পর্কে স্ব স্ব পক্ষগণের দায়িত্ব কর্তব্য স্বরণ করিয়ে দেয়। লিগ্যাল নোটিশ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রেরণ করতে হয়- বিধায় একে উকিল নোটিশও বলে। লিগ্যাল নোটিশের লিগ্যাল ভ্যেলু নেই বলে থাকলেও কেবল লিগ্যাল নোটিশের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে এরকম অনেক নজির রয়েছে। তাই কোন বিষয়ে মামলা, মোকদ্দমা বা যে কোন আইনগত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে লিগ্যাল নোটিশ একটি প্রাইমারী পদক্ষেপ যাতে কোন কোন সমস্যা শুরুতেই নিষ্পত্তি হয়ে যেতে পারে। প্রতিপক্ষ চাইলে নিজেরা বা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশের জবাব দিতে পারেন। লিগ্যাল নোটিশের জবাব দেওয়া ভাল এতে প্রতিপক্ষের আইনের প্রতি শ্রদ্ধা আছে বলে প্রমাণ হয়। অন্যথায় নোটিশ দাতা একতরফা সিদ্ধান্ত নিতে পরেন। যা উভয়ের জন্য কল্যাণকর নাও হতে পারে। লিগ্যাল নোটিশে সাধারণত প্রতিপক্ষকে একটি নিদিষ্ট সময় উল্লেখ করে নোটিশ প্রদান করা হয়।
লিগ্যাল নোটিশ কি কেন কিভাবে? || pencil71
Reviewed by pencil71
on
November 03, 2021
Rating:

No comments: