মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না-০১।
*************************************
একজন মুমিনের জীবনে যতই দুঃখ-কষ্ট আসুক না কেন, সে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।সদা সর্বদা প্রফুল্লচিত্তে আল্লাহর মেহেরবানি পাবার আশা নিয়ে জীবন পরিচালনা করতে হবে।এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন পাকে ইরশাদ করেছেন ------
يٰبَنِىَّ اذْهَبُوا فَتَحَسَّسُوا مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَايْـَٔسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَايْـَٔسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكٰفِرُونَ
"হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না"। (সুরা ইউসুফঃআয়াত-৮৭)
প্রসঙ্গতঃউল্লেখ্য যে উম্মুল মুমেনিন হযরত খাদিজা(রাঃ)খুব ধনী ঘরের মেয়ে ছিলেন। বিলাসিতার মধ্যে বড় হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর রাসুল(সঃ)যখন ইসলাম প্রচারের কাজ শুরু করলেন,মক্কার অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ করল।
এমন সংকটময় মূহুর্তে রাসুলুল্লাহ (সঃ)এবং খাদিজা (রাঃ)'র গোত্রের শিশুদেরও আড়াইটি বছর ক্ষুধার্ত অবস্থায় অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়েছিল। এমনকি ক্ষুধার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা। কি দুঃসহ সেই স্মৃতি।
হযরত বিলাল (রাঃ) ছিলেন হাবশি ক্রীতদাস। ইসলাম কবুলের অপরাধে তাঁকে,তার মনীবেরা মরুভূমির অসহনীয় উত্তপ্ত রোদে ফেলে রেখে কঠিন শাস্তি দিত।তার গায়ের চর্বি গলে গলে পরত।তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তি বাণী পাক কালেমা। আর ঐ উত্তপ্ত রোদের তেজ তাওহীদের কালিমার শক্তির কাছে পরাজিত হতো।
ইমাম ইবনু তাইমিয়্যা(রহঃ) তাঁর জীবনে আট বছর জেল খেটেছেন এবং অবর্নীয় কষ্ট সহ্য করে জেলখানায়ই ইন্তকাল করেছেন। অথচ দেখুন তিনি কি বলেছিলেন এহেন দুর্বিষহ অবস্থায়।জানলে অবাক হবেন অবশ্যই।
তিনি প্রশান্তির সাথে বলেছিলেন, "দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি"।আল্লাহু আকবর।
শরীফ আব্দুল কাদের তারিখঃ-২৪/১০/২০২১ইং।
মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না || pencil71
Reviewed by pencil71
on
October 24, 2021
Rating:

No comments: