Technology

test

জিডি কি? কিভাবে করতে হয়? এডভোকেট মু.রিয়াজ উদ্দিন



জিডি কি? কিভাবে করতে হয়? জিডির নমুনা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মোঃ রিয়াজ উদ্দিন
এডভোকেট
জজ কোর্ট, ঢাকা

জিডি:
----------
জিডি অর্থ জেনারেল ডায়েরী/পুলিশের কাছে লেখা এপ্লিকেশন। আইনগত সহায়তা লাভের জন্য জিডি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কারো দ্বারা ভীতি, হুমকি বলা নিরাপত্তার অভাব বোধ করলে বা কিছু হারালে থানায় গিয়ে জিডি এন্ট্রি করার প্রয়োজন হয়। কেবল একটি জিডি এন্ট্রির মাধ্যমেই জি আর বা পুলিশী মামলা শুরু হতে পারে। জিডিতে আবেদনকারী ও যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তার নাম, ঠিকানা, মোবাইল নং এবং ঘটনার স্থল ইত্যাদি উল্লেখ করতে হয়। থানায় জিডি করার পর জিডির নম্বরসহ উহার এক কপি নিজের কাছে রাখতে হয়। এজন্য জিডির আবেদন ২ কপি করে নিতে হয়। থানা এক কপি রেখে অন্য কপিতে জিডি নং ও যার নামে জিডিটি হাওলা হবে তার নামসহ আপনাকে ফেরত দিবে।

জিডি করার নিয়ম:
--------------------------
নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ্যাড্রেস করে সাদা কাগজে ২ কপি হাতে লেখা বা টাইপ করা কাগজে যার সাথে ঘটনা সংঘটিত হয়েছে তিনি আবেদনকারী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে জিডি এন্ট্রি করা যায়। দিনে রাতে ২৪ ঘন্টা সময়ের মধ্যে যে কোন সময় জিডি করা যায়। জিডি থানার ডিউটি অফিসারের নিকট উপস্থাপন করতে হয়। ডিউটি অফিসার তাৎক্ষণিক বা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জিডিটি অন্য একজন অফিসারের নামে হাওলা দিয়ে এক কপি আবেদনকারীকে ফেরত দিবেন।

জিডির নমুনা:
-------------------

তারিখ:--------------------
বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা
ডেমরা থানা, ডিএমপি, ঢাকা

বিষয়: সাধারণ ডায়েরীর আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ( নাম) , পিতা-( পিতার নাম), সাং- ( এলাকার নাম) , থানা - ( এলাকা যেই থানার অন্তর্ভুক্ত সেই থানার নাম), জেলা - ( জেলার নাম) , এই মর্মে লিখিত ভাবে সাধারণ ডায়েরী করতে চাচ্ছি যে, গত আনুমানিক --/--/-- ( তারিখ, মাস, সাল লিখবেন ক্রাইম হওয়ার সময়টা) তারিখে...................................... ( আপনার অভিযোগে বিস্তারিত লিখবেন, যদি কোনো সন্দেহভাজন ব্যাক্তি বা আসামী থাকে, তার নামও লিখবেন এইখানে, যদি তার নাম ঠিকানা জানেন, সেইটাও লিখবেন).............................. ।
অতঃএব, সবিনয়ে নিবেদন এই যে, উল্লেখিত বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরীতে লিপিবদ্ধ করতে আপনার মর্জি হয়। ইতি।

বিনীত নিবেদক

স্বাক্ষর -------------------------------------
আপনার নাম:-----------------------
পিতার নাম:--------------------------
সাং------------------------------------
মোবাইল নাম্বার:----------------------

জিডি কি? কিভাবে করতে হয়? এডভোকেট মু.রিয়াজ উদ্দিন জিডি কি? কিভাবে করতে হয়? এডভোকেট মু.রিয়াজ উদ্দিন Reviewed by pencil71 on October 31, 2021 Rating: 5

2 comments:

  1. আলহামদুলিল্লাহ
    উপকৃত হলাম।

    ধন্যবাদ ভাই

    ReplyDelete

Powered by Blogger.