Technology

test

শরীয়তপুর পৌরসভা নির্বাচন ও ছাত্রসমাজের ভাবনা


যেকোনো সময় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করতে পারেন নির্বাচন কমিশন। শরীয়তপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৌড়ঝাপ দিচ্ছেন অনেকেই,,, শরীয়তপুর পৌরসভায় বর্তমান মেয়র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল, পৌর আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন কোতোয়াল, পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর মনোনয়ন পেতে লবিং করে যাচ্ছেন,,,,
এখানে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র সরদার নাছির উদ্দিন কালু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নাম শোনা যাচ্ছে,,,,তবে আমাদের মতামত যে কোনো দলেরই মনোয়ন দেওয়া হোক এমন ব্যাক্তি কে যে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন,,, শিক্ষিত, চরিত্রবান ও প্রকৃত সমাজ সেবক।
সবচেয়ে খারাপ লাগার বিষয় রাজনীতিতে নবীন আর যারা সুযোগে সাধারন মানুষকে চুষে খায় তারাও মনোয়নের জন্য চষে বেড়াচ্ছে এমনকি প্রচারনাও শুরু করেছেন,,,,
যোগ্যতা সম্পন্ন প্রবীন রাজনৈতিক ব্যাক্তিদেরকেই মনোয়ন দেওয়া হোক এতে বেঁচে যাবে রাজনীতি,, বেঁচে যাবে সাধারন মানুষের অধিকার
আমাদের পছন্দ হতে পারে প্রবীন রাজনৈতিক ব্যাক্তিবর্গ রফিকুল ইসলাম কোতোয়াল,, নুরুলআমিন কোতোয়াল,,সরদার নাসিরুদ্দিন কালু
কিন্তু বাদ বাকি যারা আছেন তারা হয়তো রাজনীতি করে,, ভালো পোষ্টধারী নেতাও বটে তবে কেউ নবীন,,,কেউ জোরজবরদস্তি করে মানুষের অধিকার কে হরন করছেন
শরীয়তপুর পৌরবাসী এই রকম বসন্তের কোকিলদের চায় না,,,,
আশাকরি বিভিন্ন রাজনৈতিক প্রধান ভেবে-চিন্তে মনোয়ন দেবেন যাতে
সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিই শরীয়তপুর পৌরসভার নগরপিতা হতে পারেন,,,আশা-আকাঙ্খা আমাদের-আর দায়ীত্ব -দায়ীত্বশীল ব্যাক্তিবর্গের,,,,

আব্দুল্লাহ মমিন
বিএসসি অনার্স (শেষ বর্ষ)
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
মাদারীপুর সরকারি কলেজ 
শরীয়তপুর পৌরসভা নির্বাচন ও ছাত্রসমাজের ভাবনা শরীয়তপুর পৌরসভা নির্বাচন ও ছাত্রসমাজের ভাবনা Reviewed by pencil71 on December 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.