ঐতিহাসিক বেলফোর চুক্তি দিবস। ২রা নভেম্বর ১৯১৭ সালে চুক্তিটি সম্পাদিত হয়েছিলো।এই চুক্তির মাধ্যমে ইসরাঈল নামক রাষ্ট্র্রের গোড়াপত্তন হয়েছিলো।প্রথম বিশ্ব যুদ্ধের আগ থেকেই ইহুদিরা নির্যাতিত হয়ে, নিরাপদ আশ্রয়ের জন্য ফিলিস্তিনে এসেছিলো।এসময় ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিলো এক চতুর্থাংশ।প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিস্তিন ছিলো উসমানীয় সালতানাতের অধীনে।যুদ্ধ শুরু হলে বৃটিশরা বিজয় অর্জন করলে ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র্রের মর্যাদা দেয়া হবে,এই শর্তে ফিলিস্তিনারা বৃটিশদের সহযোগিতা করেছিলো।সেই সাথে ইহুদিরাও বৃটিশদের সহযোগিতা করেছিলো।ইহুদি বিজ্ঞানি ড.হেইস বাইজম্যান ফসফরাস অস্ত্র তৈরী করে বৃটিশদের নজর কেড়েছিলো।তার প্রতিদান স্বরুপ বৃটিশ পররাষ্ট্র সচিব জায়ানিস্ট ফেডারেশন অব গ্রেট বিট্রেন এন্ড আয়ারল্যান্ড নামক সংগঠনের ইহুদি নেতা ব্যারন রথচাইল্ড কে উদ্দেশ্য করে ফিলিস্তিনে ইহুদিদের অবস্থান স্থায়ী করার জন্য একটি চিঠি প্রেরণ করে। যা বেলফোর চুক্তি নামে ইতিহাসে পরিচিত লাভ করে।
আরব মুসলিমদের সংখ্যা বেশি থাকায় , তারা মনে করেছিলো ফিলিস্তিন রাষ্ট্র্র একমাত্র তাদের হবে। কিন্তু ফল হয়েছিলো হিতে বিপরীত।যাদের তারা সহোযিগতা করেছিলো যে আশা নিয়ে স্বাধীনতা লাভ করবে,কিন্তু ফলাফল ছিলো তার উল্টো।স্বাধীনতা লাভের পরিবর্তে নিজ দেশে তারা হয়ে গেছে পরাধীন।আজঅব্দি তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
এরপর ইহুদিরা হাগান,ইরগুস,স্টার্ন এরকম গরিলা সংগঠন গড়ে তোলে।এই সন্ত্রাসী গরিলা গোষ্ঠি আরবদের বাড়িঘর হামলা করে, লুটপাট করে,নারী শিশুদের নির্যাতন করে এবং তাদেরকে নিজদেশ থেকে বহিষ্কার করে।
এরই ধারাবাহিকতায় জাতিসংঘে ১৯৪৭ সালে ২৯ নভেম্বর ইসরাঈল রাষ্ট্র্র গঠনের জন্য ভোট গ্রহন করে।৩৩টি ভোট ইসরাঈলপর পক্ষে,১৩টি বিপক্ষে এবং ১০ টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে। ইঙ্গ- মার্কিনিদের সহযোগিতায় ১৯৪৮ সালে ১২মে ১২টা এক মিনিটে ইসরাঈল নামক রাষ্ট্র্রের জন্ম লাভ করে।১০ মিনিট পর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাঈলকে স্বীকৃতি দেয়।পরদিন যুক্তরাজ্য্য এবং সোভিয়ত ইউনিয়ন ইসরাঈলকে রাষ্ট্র্র হিসেবে স্বীকৃতি দেয়।এরপর আরব ইসরাঈল কয়েকবার যুদ্ধ হয়েছিলো প্রত্যেক বারেই ইসরাঈল বিজয় লাভ করে আর নতুন জায়গা ইসরাইলের মানচিত্রে যোগ করে।যেমন গোলান মালভূমি সিরিয়ার ছিলো, কিন্তু ১৯৬৮ সালে যুদ্ধে ইসরাঈল তা দখল করে নেয়।
এইচ এম বিল্লাল হোসেন
বিএ অনার্স (শেষ বর্ষ)
ইংরেজি বিভাগ
মাদারীপুর সরকারি কলেজ
ঐতিহাসিক বেলফোর চুক্তি // এইচ এম বিল্লাল হোসেন
Reviewed by pencil71
on
December 13, 2020
Rating:

জাযাকাল্লাহ! প্রিয় ভাই অনেক সুন্দর লিখছেন
ReplyDelete