Technology

test

পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন || মু.রেজাউল করিম



পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন
≠মু.রেজাউল করিম
তরুণ লেখক নিউইয়র্ক

পরিকল্পনা হচ্ছে ভবিষ্যত পালনীয় কর্মপন্থার মানসিক প্রতিচ্ছবি,যা বর্তমান ও ভবিষ্যত সময়ের মধ্যে সেতুবন্ধন রচনা করে।সঠিক পরিকল্পনা
ব্যক্তির মান উন্নয়ন ও সম্প্রসারণ,অনিশ্চয়তা দূরীকরণ,ভারসাম্য রক্ষা,কাজের গতিশীলতা ও
দক্ষতা বৃদ্ধি করে তেমনি ভূল বা ভারসাম্যহীন
পরিকল্পনা লক্ষ ও উদ্দেশ্য অর্জনের পথে বাধার সৃষ্টি করে। এজন্য অবাস্তব ও অধিক সংখ্যক লক্ষ্য নির্ধারণ না করে সঠিক কর্মকৌশল ও কর্মপন্থা নির্ধারণে অধিক গুরুত্বারোপ করা প্রয়োজন।আমার দৃষ্টিতে একটি আদর্শ বার্ষিক পরিকল্পনার কিছু নমুনা তুলে ধরলাম,

১।ব্যক্তিগত অধ্যয়ন:
কোরআনের তাফসির,হাদিস,ফিকাহ সহ ইসলামি সাহিত্য এবং অন্যান্য বিখ্যাত সাহিত্য গ্রন্থ অধ্যয়নের পরিকল্পনা গ্রহন করা।
কোরআনকে বুঝার জন্য কুরআনিক ল্যাংগুইজ কোর্স সরাসরি বা অনলাইনে সম্পন্ন করা যেতে পারে। 

২।ব্যক্তিগত রোজগার বৃদ্ধি:
ব্যবসায়ী হলে আয় বৃদ্ধির সুনির্দিষ্ট প্লান তৈরি এবং 
চাকরিজীবি হলে চাকরির পাশাপাশি হালাল পন্থায় অন্য ইনকাম সোর্স তৈরি করা। এক্ষেত্রে ‘আয় অনুযায়ী ব্যয়’ এর পরিবর্তে ‘ব্যয় অনুযায়ী আয়’করার পরিকল্পনা প্রনয়ন। 

৩।দান-সাদাকা: 
ব্যক্তিগত ও সংসার খরচের পাশাপাশি দান-সাদাকার খরচ নির্ধারন করে নেয়া।এক্ষেত্রে ইনকামের একটি নির্দিষ্ট অংশ বেতন পাওয়ার সাথে সাথে আলাদা করে রাখা এবং সারা মাস ঐ এমাউন্ট থেকে দান সাদাকাহ করা। 

৪।পরিবার:
 আদর্শ পরিবার গঠনের নানান কর্মসূচী গ্রহন, যেমন পারিবারিক বৈঠক, প্যারেন্টিং কোর্স, পারস্পারিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ গ্রহনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রনয়ন। 

৫।ভাষাগত দক্ষতা: 
ইংরেজিসহ আরো অন্তত ১/২ টি ভাষায় দক্ষতা অর্জনের জন্য জোর প্রচেস্টা চালানো। 

৬।চ্যারিটি
সামাজিক কল্যানমুলক চ্যারেটি সংগঠনের সাথে একটিভলি কাজ করার ব্যবস্থা গ্রহন। 

৭।ভ্রমন:
জ্ঞান,অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মনকে ফ্রেশ ও আল্লাহর সৃষ্টি সৌন্দর্য অবলোকনের উদ্দেশ্যে দেশে কিংবা দেশের বাহিরে ভ্রমনের পরিকল্পনা বাজেট এবং সময় নির্ধারন করা। 

৮।শরীরচর্চা :
শারীরিক ফিটনেসের প্রতি যত্ন নেয়ার জন্য প্রতিদিন বেয়াম ও ওভার ওয়েট হলে ওজন কমানোর পরিকল্পনা গ্রহন করতে হবে। 

৯।বিষয় ভিত্তিক জ্ঞান:
কিছু সুনির্দিস্ট বিষয়ের উপর গভির জ্ঞান অর্জনের জন্য লক্ষ নির্ধারন করা।যেমন, সেকুলারিজম,গনতন্ত,সমাজতন্ত্র,মানবোধিকার, তাওহিদ,রেসালাত,আখিরাত ইত্যাদি বিষয় নির্ধারন করে তার উপর পড়ালেখা করে নিজের মতো নোট তৈরি। 

৯।টেকনোলজি:
আধুনিক টেকনোলজির অন্যতম প্রধান মাধ্যম কম্পিউটার।তাই কম্পিউটারের কিছু নতুন কাজ শেখা সাথে সাথে অনলাইনে টেকনোলজির উপর কিছু কোর্স সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করা।

১০।বন্ধু তৈরি:
বিশ্বব্যপি ১০/১৫ জন নতুন বন্ধু তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করা।

১১।সমাজ: 
দুস্থ মানবতার কল্যানের জন্য কাজ করা।এক্ষেত্রে শীত,বন্যা,সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়ানোর জন্য কোনো নতুন সমাজকল্যাণ প্রজেক্ট চালু করা অথবা প্রতিষ্ঠিত কোন প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করা।

১২।গ্রামের উন্নয়ন:
নিজ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে নানান কর্মসুচি গ্রহন করার পরিকল্পনা প্রনয়ন।কর্জে হাসানা ফান্ড করে সুদের পরিবর্তে কর্জে হাসানা প্রদান,দরিদ্র বিমোচনে যাকাত ফান্ডসহ যুবকদের নিয়ে কল্যান সংঘ গঠন করার পরিকল্পনা গ্রহন।

 ১৩।আল্লাহর সাহাজ্য ও সম্পর্ক:
একটি সুনির্দিষ্ট কল্যানমূলক পরিকল্পনা প্রনয়ন করে তা বাস্তবায়নের জন্য মহান রবের নিকট প্রর্থনা করতে হবে এক্ষেত্রে ফরজ এবাদতের পাশাপাশি নফল রোজা,নফল নামাজ বিশেষ করে তাহাজুদের নামাজে দাড়িয়ে আল্লাহর নিকট ইহকালিন কল্যান ও পরকালীন মুক্তির জন্য দোয়া করতে হবে। 

আল্লাহ আমাদের সকলকে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন।


পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন || মু.রেজাউল করিম পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নয়ন || মু.রেজাউল করিম Reviewed by pencil71 on January 31, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.